নতুন মানে নতুন বছর
নতুন মানে আজ,
নতুন মানে হাসি-খুশি
নতুন মানে সাঁজ।
নতুন মানে নতুন সকাল
নতুন পথে চলা,
নতুন মানে নতুন বিকেল
নতুন ভাবে বলা।
নতুন মানে শিশির ভেজা
নতুন ফোটা ফুল,
নতুন মানে নতুন স্মৃতি
নতুন খাতায় ভুল।
নতুন মানে নতুন বিজয়
নতুন আনন্দে ভাসি,
নতুন মানে অতীত ভুলে
নতুন পথে আসি।
গোলাপ মাহমুদ সৌরভ
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।
১০ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৩০ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩২ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৫ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
৪১ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে