আজ শুভ বিজয়া।দেবী মা দূর্গারবিদায়ালগ্নে সিদুঁর খেলা আর মাকে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বি বাঙ্গালি নারীরা।
বুধবার(৫অক্টোবর)সকালে দেবী দূর্গার নিরঞ্জনের পর থেকেই মাকে মিষ্টি মুখ আর সিঁদুর পরানোর পর সিঁদুর খেলায় মেতে উঠে বাঙ্গালি নারীরা।
দিনাজপুর শহরের বালুবাড়ী চাঁদের হাট ক্লাবের বারোয়ারী দূর্গা মন্দিরে গিয়ে দেখা যায় দেবী দূর্গাকে মিষ্ট মুখ করার পাশাপাশি বিবাহিত মেয়েরা একে অপরকে সিথিতে,শাঁখায় গালে মুখে সিদুঁর লাগিয়ে সিদুঁর খেলার পাশাপাশি গানের তালে তালে নেচে আনন্দ উল্লাসে মেতে উঠে।হিন্দু নারীদের পাশাপাশি পুরুষেরাও কপালে গালে সিুদুঁর লাগিয়ে আনন্দ উপভোগ করে। এসময় মন্দিরে উপস্থিত মা দূর্গাকে সিদুর পরাতে আসা নারীদের মধ্যে প্রিয়াংকা দে,প্রত্যাশা রায়,তুলি সরকার,লাবনী মিত্র,শান্তা সরকারসহ প্রমুখ নারীরা বলেন দেবী দূর্গা অশুভ শক্তির বিনষ্টকারী প্রতীক।মা দূর্গা সকলকে আপদ বিপদ থেকে রক্ষা করার পাশাপাশি সকলের মঙ্গল করুক এই প্রার্থনাই করি।
আজ শুভ বিজয়া দশমী। বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবের সমাপনী দিবস।প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে। দেবী দুর্গা অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। এ বিজয় অর্জিত হয় আদ্যাশক্তি মহামায়ার সক্রিয় ভূমিকায়।
মাতৃরূপিণী মহাশক্তি দুর্গা অশুভ শক্তির কবল থেকে বিশ্বব্রহ্মাণ্ড ও ভক্তকুলকে রক্ষা করেন। এই অমিত চেতনার সঙ্গে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি যুক্ত হয়ে দেবী দুর্গাকে বাঙালি হিন্দুসমাজ ‘ঘরের মেয়ে’ হিসাবেই বরণ করে নেয় এবং বিদায় জানায়।
১৯ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে
১৫ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৭ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩১ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪৬ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে