বিয়ে না করেও ৪৯ বছরে মা হচ্ছেন আমিশা! ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন’ সুনামগঞ্জের মধ্যনগরে অজাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরে, জনতা আদর্শ বিদ্যাপীঠ নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

ক্ষেতলালে হিন্দা উচ্চ বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত

শুক্রবার সকালে হিন্দা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কক্ষে চাকুরী প্রার্থীরা। - ছবি তুলেছেন : মামুনুর রশীদ পান্না



জয়পুরহাটের ক্ষেতলালে হিন্দা উচ্চ বিদ্যালয়ের চারটি পদে কর্মচারী নিয়োগ পরীক্ষার কক্ষে চাকুরী প্রার্থীদের খাতা দেওয়ার পরে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। 


জানাগেছে, উপজেলার হিন্দা উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াসহ ৪টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে পরীক্ষার জন্য ২৪ জন চাকুরীপ্রার্থী আবেদন করেন। ১২ জুলাই (শুক্রবার) সকাল ১০ টায় হিন্দা উচ্চ বিদ্যালয়ে ওই  চারটি পদের নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীরা হলে গিয়ে বসার পরে সকলকে খাতাও দেওয়া হয়েছিলো নিয়োগদাতাদের পক্ষ থেকে কিন্তু ওইদিন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর দিক নির্দেশনায় সেই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।


কি কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলো জানতে চাইলে বিদ্যালয়টির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর বলেন, পরীক্ষা কেন্দ্রে ঊধ্বর্তন কর্মকর্তারা ছিলেন। নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয়ে তারাই ভালো বলতে পারবেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজাবর রহমানের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


উপজেলা নির্বাহি কর্মকর্তা উম্মে তাবাচ্ছুম বলেন, হিন্দা উচ্চ বিদ্যালয়ে আয়া, পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক ও ল্যাব সহকারি সহ চার পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষাকে ঘিরে বিভিন্ন অভিযোগ পাওয়ার কারণে জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় পরীক্ষা কমিটির ৫ জন সদস্যের মাধ্যমে নতুন করে প্রশ্নপত্র প্রস্তুত করার পরে পূর্বের প্রশ্নপত্র সমন্বয় করে চুড়ান্ত প্রশ্নপত্র তৈরি করা হলে কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক তাদের করা হুবহু প্রশ্ন দেখতে না পেয়ে চূড়ান্ত প্রশ্নে স্বাক্ষর করতে রাজি হননি। এছাড়াও কমিটির ৫ জনের প্রশ্নপত্র প্রস্তুত করার পরে তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়ায় সভাপতি ও প্রধান শিক্ষক মনোক্ষুণ্ণ হয়েছেন। সকলে সম্মত না হওয়ায় আজকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 


উল্লেখ্য এই বিদ্যালয়ের নিয়োগ পরিক্ষায় মোটা অংকের ব্যাণিজ্য করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই করেন। মেধাবীরা যেন বঞ্চিত না হয় সেকারণে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পরিক্ষা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরবর্তীতে নিয়োগ পরিক্ষার দিনে প্রশাসনের শক্তিশালী ভূমিকার কারণে পরিক্ষা স্থগিত ঘোষণা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও খবর