জয়পুরহাটের আক্কেলপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণে মন্দির প্রাঙ্গনে গিয়ে তাদের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। এসময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। একইসাথে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহব্বান জানিয়েছেন সংশ্লিষ্ট সকলেই।
অপরদিকে সকাল থেকে আক্কেলপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান পরিচালনা করেছেন ছাত্র-ছাত্রীরা। একইসাথে যানজট নিরসনের প্রচেষ্টাসহ ট্রাফিক আইন মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেছেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক মাহফুজ আহম্মেদ বলেন, আমরা আক্কেলপুরকে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছি এবং ট্রাফিক কার্যক্রম নিয়ন্ত্রন করছি ও সবাইকে সচেতন করছি। আমাদের প্রত্যেকের চাওয়া আক্কেলপুর তথা পুরো দেশ যেন ভালো থাকে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আক্কেলপুরের সমন্বয়কসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে কথা হয়েছে। ছাত্র-ছাত্রীরা সহিংসতা রোধে কাজ করার পাশাপাশি আজকে পরিষ্কার পরিচ্ছনতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। আমি তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। একইসাথে এই আক্কেলপুরে সংখ্যালঘু যারা আছে ও তাদের উপাসনালয় আছে সেখানে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন গিয়ে তাদের খোঁজখবর নিয়েছে। এখন পর্যন্ত এই উপজেলায় তাদের উপর কোন হামলা হয়নি। আশা করছি আক্কেলপুরে এই ধরণের কোন ঘটনা ঘটবেনা। উপজেলা প্রাশসন সর্বদা সকলের পাশে রয়েছে।
১৯ ঘন্টা ৫ মিনিট আগে
২১ ঘন্টা ৫২ মিনিট আগে
২২ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে