বিয়ে না করেও ৪৯ বছরে মা হচ্ছেন আমিশা! ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি বাংলাদেশের স্বাস্থ্যখাত উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন’ সুনামগঞ্জের মধ্যনগরে অজাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরে, জনতা আদর্শ বিদ্যাপীঠ নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

নাগেশ্বরীতে ২ টাকায় মিলছে ৮০ টাকার ইফতার

পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতারের জন্য ২ টাকায় ইফতার বিক্রি করে সাড়া ফেলেছে একটি সেচ্ছাসেবী সংগঠন। রমজানের পবিত্রতা রক্ষা আর অসচ্ছল, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষকে ভালোমানের ইফতার কিনে খাওয়ার সুযোগ দিতে নামমাত্র টাকায় ইফতার বিক্রি করে উপজেলার সর্বস্তরে প্রশংসা কুড়িয়েছে ‘ফাইট আনটিল লাইট (ফুল)’ নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। রমজানের শুরু থেকে উপজেলার বিভিন্ন চারাঞ্চল ও দরিদ্র পরিবারের মাঝে ২টাকায় ইফতার বিতরণ করছে তারা। মাত্র ২ টাকায় ৮০ টাকা মূল্যের ইফতার পেয়ে অনেক খুশি নিন্ম আয়ের মানুষ। সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানিয়েছেন পুরো রমজান জুরে তারা এই কার্যক্রম অব্যাহত রেখেছেন। পবিত্র রমজানে অনেক পরিবারের ইফতার কিনে খাওয়ার সামর্থ্য নেই। তাদের পরিবার পরিজন নিয়ে অন্তত একবেলা ভালো মানের ইফতার করার সুযোগ করে দিতেই তাদের এই উদ্যোগ। কিছু কিছু এলাকায় আনুষ্ঠানিকভাবে ইফতার বিক্রি করলেও বেশিরভাগই বাড়ি বাড়ি গিয়ে ইফতার বিক্রি করেন তারা। শুধু ইফতারই নয় এর আগে বিভিন্ন অঞ্চলে সংগঠনটি ৭ টাকায় ব্যাগভর্তি কাচা বাজার বিক্রি করে সাড়া ফেলেছে সংগঠনটি। এ কার্যক্রমও তাদের অব্যাহত রয়েছে। এমনকি রমজানের শেষের দিকে ১০ টাকায় শাড়ি ও লুঙ্গি বিক্রি করবেন বলেও জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক। সবশেষ গত ২৫ মার্চ ভিতরবন্দ বাজারে ১০০ পরিবারের মাঝে ২ টাকায় ইফতার বিক্রি করেন  এ সময় উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইফনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি। এছাড়াও ২৬ মার্চ নাগেশ্বরী পৌর শহরে ২ টাকায় ইফতার বিক্রি করেন তারা।

স্থানীয় মজিবর রহমান, আব্দুস সালামসহ অনেকে জানান, দারিদ্রতার কারনে তারা সচরাচর স্ত্রী সন্তানদের নিয়ে ভালো মানের ইফতার কিনে খেতে পারেন না। ফুল সংগঠনের মাধ্যমে মাত্র ২ টাকায় ইফতার পেয়ে আনন্দিত তারা। সমসের আলী নামের এক দিনমজুর বলেন, বর্তমান সময়ে শুধুমাত্র চকলেট ব্যাতিত ২ টাকার কোনো খরচ পাওয়া যায়না। সেই জায়গায় তারা ৮০ টাকা মূল্যের তেহরি প্রদান করছেন। এটি অবশ্যই প্রশংসনীয়। 

স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, আমাদের অঞ্চলে এখনও অনেকে আছেন যারা পবিত্র রমজানে ইফতারে শুধুমাত্র পানি দিয়ে ইফতার করেন। এরকম যারা অসহায় ও দরিদ্র পরিবার রয়েছে তাদেরকে আমরা নামমাত্র ২ টাকায় ইফতার বিক্রি করছি। যাতে তারা বলতে না পারে যে ত্রাণ হিসেবে এই ইফতার পাচ্ছেন। সে কারণে আমরা বেশিরভাগ চরাঞ্চলে এসব ইফতার বিক্রি করছি। এভাবে আমরা এই রমজানে ১০ হাজার মানুষের মাঝে ২ টাকায় ইফতার বিক্রি করব ইনশাআল্লাহ। ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভালো কাজ করে আসছে। আমার ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে মাত্র ২টাকায় ইফতার বিতরণ করায় আমি সংগঠনটিকে কৃতজ্ঞতা জানাই। একই সাথে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।


Tag
আরও খবর