কুড়িগ্রামের ফুলবাড়ীতে আব্দুর রউফ (লাভলু) ফাউন্ডেশনের উদ্যোগে ধরলার চরাঞ্চলের পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ধরলা নদী সংলগ্ন সোনাইকাজী দারুস সালাম হাফেজিয়া মাদরাসার মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে চরাঞ্চলের ৫ শতাধিক পরিবারের মাঝে সেমাই, চিনি, চাল, ডাল চাল বিতরণ করা হয়।
আব্দুর রউফ লাভলু ফাউন্ডেশনের কর্ণধার ও রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক এবং ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক ডা: শাহাদত হোসেন, প্রেসক্লাব ফুলবাড়ী'র সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক আরাবুর রহমান পাশা, ফুলবাড়ী সদর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুুর রহমান প্রমুখ।