রোববার সন্ধ্যায় খোকসা মডেল টাউন বালুর মাঠ নামের একটি বেসরকারী আবাসন প্রকল্প এলাকা থেকে ভ্যান চালকের জ্যাকেট জড়ানো লাশ উদ্ধার করা হয়।
নিহত ভ্যান চালক, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া চরপাড়া গ্রামের বক্কার মোল্লার ছেলে আজাদ মোল্লা।
জানা যায়, নিহত আজাদ মোল্লা গত ২৯শে জানুয়ারি রাত আনুমানিক ৮ টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করেও কোন সন্ধান না পেয়ে পহেলা ফেব্রুয়ারি খোকসা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ২ ফেব্রুয়ারি খোকসা মডেল টাউন বালুর মাঠ নামের একটি বেসরকারী আবাসন প্রকল্প এলাকা থেকে জ্যাকেট দিয়ে জড়ানো বালি চাপা দেওয়া অর্ধগলিত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম জানান, মডেল টাউন থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত হয়েছেন। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে এটি মাডার। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।