এবারের বাজেট হবে বাস্তবসস্মত এবং ব্যবসাবান্ধব' ইবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতায় সাংবাদিক সংগঠন থেকে বহিষ্কৃত শিক্ষার্থী মারধরের শিকার লালপুরে সংবাদ প্রকাশের পর সেচ প্রকল্পে নিম্নমানের স্থাপনা ভাঙলো বিএডিসি সুবিপ্রবিতে প্রথমবারের মতো 'যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত তারেক রহমানের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসি শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ কড়িহাটি এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সার্চ কমিটির সভা অনুষ্ঠিত উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিশ লক্ষ টাকার স্বর্ণ আটক ইসকন নেতা চিন্ময় দাসের জামিন বিমান বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা জবি শিক্ষার্থীর আত্মহত্যা প্ররোচনা মামলায় আটক ১ ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন মাতুয়াইলে বাসচাপায় তা’মীরুল মিল্লাতের দুই ছাত্রী নিহত: বিক্ষোভে উত্তাল মহাসড়ক শেয়ালের জন্য পাতানো ফাঁদে মারা পড়লেন আব্দুল হাকিম ঝিনাইগাতীর মরিয়মনগরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন মোংলা বন্দর শ্রমিক সংঘ নিয়ে এনসিপি বিএনপি মুখোমুখি সংঘর্ষ,আহত ১০ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম হিন্দুদের ধর্মাবলম্বী জীবনে। ঝিনাইদহে চলন্ত বাস থেকে ৩ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারী আটক

জালালাবাদ পত্রিকার সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক আব্দুর রব

সিলেটের জনপ্রিয়  পত্রিকা দৈনিক জালালাবাদ-এর বিভাগের মধ্যে সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব। বিভিন্ন সময় নানা অনিয়ম, দুর্নীতি, সমস্যা-সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে তিনি সেরা সাংবাদিকের মর্যাদা লাভ করেছেন। শুক্রবার (৭ই মার্চ) বিকালে দৈনিক জালালাবাদ-এর প্রতিনিধি সম্মেলনে আব্দুর রবের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।  


সিলেট নগরীর বারুতখানা পয়েন্টস্থ ফুড প্যারাডাইস পার্টি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান প্রমুখ। 


উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই দৈনিক জালালাবাদ পত্রিকার বড়লেখা প্রতিনিধি হিসেবে কাজ করছেন সিনিয়র সাংবাদিক আব্দুর রব। প্রায় প্রতিদিনই আব্দুর রবের পাঠানো বড়লেখার আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সংবাদ জালালাবাদ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। বিশেষ করে বড়লেখার বিভিন্ন অমিয়ম, দুর্নীতি, সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে তিনি ধারাবাহিকভাবে প্রতিবেদন করেছেন। এসব সংবাদ জালালাবাদে প্রকাশের পর সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয়েছে, টনক নড়েছে। অনেক সময় বিভিন্ন সমস্যা দূর হয়েছে। অনিয়ম-দুর্নীতি কমেছে। অনেক ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। এতে বড়লেখা উপজেলায় জালালাবাদ পত্রিকার পাঠকপ্রিয়তা ও আস্থা বেড়েছে। 

 

সাংবাদিক আব্দুর রব ১৯৯১ সালে আজকের কাগজের বড়লেখা প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি দেশের  প্রথমসারির জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার বড়লেখা প্রতিনিধি হিসাবে সুনামের সঙ্গে কাজ করছেন। এছাড়া বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ প্রায় এক যুগ দক্ষিণভাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী এনসিএম উচ্চ বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সিনিয়র এই সাংবাদিক বিভিন্ন সময় পুরস্কারও পেয়েছেন। 


এদিকে সিনিয়র সাংবাদিক আব্দুর রব জালালাবাদের বিভাগের সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর