আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে অমর একুশের প্রথম প্রহরে বায়ান্ন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
বুধবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১২টা ০১ মিনিটে ডোমার কেন্দ্রীয় শহিদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (প্রস্তাবিত) মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ মজিনুর রহমান মজনু, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আকতার বানু প্রমুখ।
অপরদিকে, একই সময়ে ডোমার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফিজুল হক রবি ও সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক মনুর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর মোঃ সামসুল আলম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শিপন সওদাগর, পৌর কৃষক লীগের আহ্বায়ক মোঃ আবু সাঈদ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির রাকিব, ছাত্রলীগ নেতা আজমির রহমান রিশাদ প্রমুখ।
৪ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ দিন ৫০ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে