দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট পরিদর্শন করলেন রাজবাড়ী জেলা প্রশাসক
দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক ডিসি সুলতানা আক্তার।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে জেলা প্রশাসক লঞ্চ ও ফেরি ঘাট এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে
তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) উছেন মে, গোয়ালন্দ
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুল রহমান, গোয়ালন্দ উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার
ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন।
পরিদর্শনকালে রাজবাড়ী জেলা
প্রশাসক ডিসি সুলতানা আক্তার দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটের বিভিন্ন দিক ঘুরে
দেখেন এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঘাট এলাকার শৃঙ্খলা রক্ষার বিষয়ে
সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি।
এসময় তিনি ঘাটে চলাচলকারী
যানবাহনের সংখ্যা, যাত্রী সেবা, টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি
পর্যবেক্ষণ করেন। ঘাট এলাকার অব্যবস্থাপনা বা কোনো সমস্যা থাকলে তা দ্রুত
সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
পরিদর্শনের
সময় জেলা প্রশাসক সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন
এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি আশ্বস্ত করেন যে, প্রশাসন যাত্রীদের
সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন এবং ঘাটের সার্বিক
ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য পরামর্শ প্রদান করেন।
১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৬ ঘন্টা ৫ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে