রাজবাড়ীর পাঁচুরিয়া বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজবাড়ী সদর উপজেলার মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় স্হানীয় বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার পাঁচুরিয়া, বরাট ও খানখানাপুর ইউনিয়ন বিএনপি যৌথভাবে এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া , জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু প্রমূখ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রুমন, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ, গোয়ালন্দ পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, বরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক শাম, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব শাহিন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরদার, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মজিবর রহমান শেখ।
ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ৩ হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্হানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজুম মনির।