প্রকাশের সময়: 01-08-2023 11:40:30 pm
বাংলাদেশ স্কাউট কর্তৃক পূর্ব-ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ বাস্তবায়নে সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ রোভার স্কাউট গ্রুপ গতকাল ১ই আগস্ট রোজ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে ও আশেপাশে রাস্তার ধারে ( আম , জাম , কাঠাল, আমলকী, নিম, বড়ই নারিকেল, খেজুর সহ) নানান ধরনের বৃক্ষ রোপণ করে। বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয় সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজের সম্মানিত রোভার স্কাউটস লিডার (আরএসএল) জনাব মো: জুবায়ের ইকবাল ও সিনিয়র রোভার মেট মো: নাদিমুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে । সকল স্কাউট সদস্য ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
পরবর্তী ধাপে সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ রোভার স্কাউটস গ্রুপে বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস পালিত হয় । প্রতি বছর সারা বিশ্বে স্কাউটারদের মধ্যে সফলতার সহিত ১ই আগস্ট পালিত হয় বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস। একটি স্কার্ফ একজন স্কাউটের কাছে অত্যান্ত সম্মানের এবং গৌরবের।স্কাউট স্কার্ফ দিবস পালনের উদ্দেশ্য হল যে সমস্ত সক্রিয় এবং প্রাক্তন স্কাউটদের "স্পিরিট অফ স্কাউটিং" দৃশ্যমান করার জন্য জনসম্মুখে তাদের স্কাউট স্কার্ফ পরিধান করার জন্য অনুরোধ করা হচ্ছে।
"একবার স্কাউট - সর্বদা একটি স্কাউট"
সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ রোভার স্কাউট গ্রুপ কতৃক আয়োজিত উক্ত বৃক্ষ রোপন কর্মসূচী ও বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস -২০২৩ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ কমিটির সভাপতি সম্মানিত অধ্যক্ষ মহোদয় (ভারপ্রাপ্ত) জনাব মো: ইসমাইল হোসাইন । এবং আরো উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগ এর সাধারন সম্পাদক মো: ওয়াসীম মোল্লা সহ গ্রুপ কমিটির আরো সদস্যবৃন্দ ।
৬০৮ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬০৯ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে