রবিবার সরকারি বাঙলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিকাল ৪:৪৫ মিনিটে কলেজ ক্যাম্পাসের মাঠপ্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে এর ভেন্যু এবং সময়সূচির পরিবর্তন ঘটে।
নির্ধারিত সময়ের প্রায় একঘণ্টা পর কলেজ অডিটোরিয়ামে শহিদ সাগর,রাব্বি সহ কোটা আন্দোলনে নিহত শহিদ দের স্মরণ এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এ-র আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর কলেজটির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুবুল ইসলাম কোটা আন্দোলনের উপর তাঁর লেখা একটি কবিতা ( ঝড় ) আবৃত্তি করেন। কবিতাটির বিষয়বস্তু কোটা আন্দোলন ভিত্তিক এবং স্বৈরাচারী মনোভাবাপন্ন সরকার বিরোধী হওয়ায় তা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
যথারীতি মাগরিব নামাজের বিরতির পর কলেজ শিক্ষার্থীদের কাফেলা নামক একটি গ্রুপের মাধ্যমে কাওয়ালী গানের আরম্ভ করা হয়। এর পরই মঞ্চে বাদ্যযন্ত্রহীন দেশাত্মবোধক গান ও ইসলামিক গজলসহ কাওয়ালী সংগীত নিয়ে আসেন দেশের জনপ্রিয় ইসলামিক শিল্পীগোষ্ঠী "কলরব"। এবং এরপর অন্যান্য শিল্পীগোষ্ঠী- সুফি কাওয়ালী গ্রুপ ও সন্দীপন নামক শিল্পীগোষ্ঠী তাঁদের সংগীত পরিবেশন করেন।
তবে অনুষ্ঠানটির প্রধান বিষয়বস্তু কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও, এটির অন্যতম আকর্ষণ ছিল কলেজের এক শিক্ষার্থী কর্তৃক সাবেক সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের কথা এবং কণ্ঠ নকল করে শিক্ষার্থীদের বিনোদন দেওয়া। এর প্রতিক্রিয়া স্বরূপ যেমন শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ভুয়া ভুয়া... শব্দে পুরো অডিটোরিয়াম প্রকম্পিত হয়ে ওঠে। আবার খেলা হবে, মঞ্চ ভাঙার সময় দেওয়া বক্তব্য এবং মঞ্চ ভাঙার আওয়াজ উপস্থাপনসহ অন্যান্য ভাইরাল বক্তব্য গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের অনেক হাসাহাসি লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানটির সময়সূচী পূর্ব নির্ধারিত হওয়ায় তীব্র্র বৃষ্টি থাকা সত্ত্বেও যথাসময়ে এর কার্যক্রম সম্পন্ন করা হয়। এ বিষয়ে এক স্বেচ্ছাসেবক বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো থাকলে মানুষের উপস্থিতি আরও বেশি হতো। কেননা আজকের এই অনুষ্ঠানটি কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সবার জন্য উন্মুক্ত হওয়ায় পার্শ্ববর্তী একাধিক কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে। এই সংখ্যাটি আরও বেশি হতো যদি আবহাওয়া ভালো থাকতো। আর মাঠে হলে জায়গারও সংকট হতো না,সবাই সুন্দর ভাবে অনুষ্ঠানটি উপভোগ করতে পারতো।
কলেজের বিভিন্ন সংগঠন- বিএনসিসি,রোভার স্কাউট দল,রেড ক্রিসেন্ট এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে শিক্ষার্থীদের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
অডিটোরিয়ামে জায়গা স্বল্পতার কারণে অনেক শিক্ষার্থীকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীদের একটা অংশকে তীব্রভাবে নাচানাচি এবং বৃষ্টি বিলাসে মেতে উঠতে দেখা যায়।
১৬ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬৩ দিন ৫ মিনিট আগে
১৮২ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৯৮ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
২১৯ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৩৮৬ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
৪০৬ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৫৪৭ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে