চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত. মোংলায় স্বরাষ্ট্র উপদেষ্টার কোস্ট গার্ডের ওয়ার্কশপ ও স্লিপওয়ে উদ্বোধন ভারতের সঙ্গে পুশইনের বিষয়ে আলোচনা হয়েছে,মোংলায় স্বরাষ্ট্র উপদেষ্টা মাভাবিপ্রবিতে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চা শ্রমিকদের বেতন না দিয়ে পালানো মালিকদের খুঁজে এনে বেতন আদায়ে কড়া বার্তা দিলেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ৫ দফা দাবিতে সুনামগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন কাদের মির্জার সহযোগী যুবলীগ সভাপতি রুমেল বিমানবন্দরে আটক লালপুরে বালাইনাশক বিক্রয় নির্দেশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ।। জয়পুরহাটের পাঁচবিবিতে ৯০পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে পথসভা আশাশুনিতে প্লাস্টিক বর্জ্যে পরিবেশের চরম বিপর্যয়,নদী, খাল, কৃষিজমি ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে মাদক ব্যবসায়ী ফজলু আটক জবিতে ২২ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা উপাচার্যের লাখাইয়ে মিষ্টি মধুর সুঘ্রানই বলে দেয় ফলের মাস জৈষ্ঠের আগমন। নোয়াখালীতে বিয়ের আসর থেকে বরসহ আটক-২ বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের, হাসি মুখে ফিরল ক্যাম্পাসে কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ

বাঙলা কলেজে উদযাপিত হলো কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা।

রবিবার সরকারি বাঙলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিকাল ৪:৪৫ মিনিটে কলেজ ক্যাম্পাসের মাঠপ্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে এর ভেন্যু এবং সময়সূচির পরিবর্তন ঘটে। 


নির্ধারিত সময়ের প্রায় একঘণ্টা পর কলেজ অডিটোরিয়ামে শহিদ সাগর,রাব্বি সহ কোটা আন্দোলনে নিহত শহিদ দের স্মরণ এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এ-র আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর কলেজটির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুবুল ইসলাম কোটা আন্দোলনের উপর তাঁর লেখা একটি কবিতা ( ঝড় ) আবৃত্তি করেন। কবিতাটির বিষয়বস্তু কোটা আন্দোলন ভিত্তিক এবং স্বৈরাচারী মনোভাবাপন্ন সরকার বিরোধী হওয়ায় তা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

যথারীতি মাগরিব নামাজের বিরতির পর কলেজ শিক্ষার্থীদের কাফেলা নামক একটি গ্রুপের মাধ্যমে কাওয়ালী গানের আরম্ভ করা হয়। এর পরই মঞ্চে বাদ্যযন্ত্রহীন দেশাত্মবোধক গান ও ইসলামিক গজলসহ কাওয়ালী সংগীত নিয়ে আসেন দেশের জনপ্রিয় ইসলামিক শিল্পীগোষ্ঠী "কলরব"। এবং এরপর অন্যান্য শিল্পীগোষ্ঠী- সুফি কাওয়ালী গ্রুপ ও সন্দীপন নামক শিল্পীগোষ্ঠী তাঁদের সংগীত পরিবেশন করেন।


তবে অনুষ্ঠানটির প্রধান বিষয়বস্তু কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও, এটির অন্যতম আকর্ষণ ছিল কলেজের এক শিক্ষার্থী কর্তৃক সাবেক সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের কথা এবং কণ্ঠ নকল করে শিক্ষার্থীদের বিনোদন দেওয়া। এর প্রতিক্রিয়া স্বরূপ যেমন শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ভুয়া ভুয়া... শব্দে পুরো অডিটোরিয়াম প্রকম্পিত হয়ে ওঠে। আবার খেলা হবে, মঞ্চ ভাঙার সময় দেওয়া বক্তব্য এবং মঞ্চ ভাঙার আওয়াজ উপস্থাপনসহ অন্যান্য ভাইরাল বক্তব্য গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের অনেক হাসাহাসি লক্ষ্য করা গেছে। 


অনুষ্ঠানটির সময়সূচী পূর্ব নির্ধারিত হওয়ায় তীব্র্র বৃষ্টি থাকা সত্ত্বেও যথাসময়ে এর কার্যক্রম সম্পন্ন করা হয়। এ বিষয়ে এক স্বেচ্ছাসেবক বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো থাকলে মানুষের উপস্থিতি আরও বেশি হতো। কেননা আজকের এই অনুষ্ঠানটি কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সবার জন্য উন্মুক্ত হওয়ায় পার্শ্ববর্তী একাধিক কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে। এই সংখ্যাটি আরও বেশি হতো যদি আবহাওয়া ভালো থাকতো। আর মাঠে হলে জায়গারও সংকট হতো না,সবাই সুন্দর ভাবে অনুষ্ঠানটি উপভোগ করতে পারতো। 


কলেজের বিভিন্ন সংগঠন- বিএনসিসি,রোভার স্কাউট দল,রেড ক্রিসেন্ট এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে শিক্ষার্থীদের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। 


অডিটোরিয়ামে জায়গা স্বল্পতার কারণে অনেক শিক্ষার্থীকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থীদের একটা অংশকে তীব্রভাবে নাচানাচি এবং বৃষ্টি বিলাসে মেতে উঠতে দেখা যায়। 


আরও খবর


সরকারি বাঙলা কলেজে "বাঙলার ৬২" উদযাপন।

২২৭ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে






নবীনদের আগমনে উচ্ছ্বসিত সরকারি বাঙলা কলেজ।

৫৯২ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে