আদমদীঘিতে ৭ শ্যালোর পাম্প চুরি, দিশেহারা কৃষক ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রাম ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাদকের বিরুদ্ধে খোকসার ওসির জিরো টলারেন্স ঘোষণা সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক: জিম্মি থাকা দুই জেলে উদ্ধার। প্রিয়জন সামাজিক সেবামূলক সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ছাত্র নেতা শামীমকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা গরমে ত্বকের যত্নে উপকারী উপায় ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির রাজবাড়ীতে ওটিপি প্রতারণায় ৮ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ। রাজবাড়ীতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার। রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আত্ম প্রকাশ ও নবীন বরণ

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিসিসি ও ইউএনডিপির যৌথ উদ্যোগ কর্মশালায় ৩ শতাধিক শিক্ষার্থীর প্রশিক্ষণ গ্রহণ

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 20-02-2024 03:53:19 pm

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি'র (ইউএনডিপি) যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ' বিল্ডিং মেন্টাল হেল্থ রেজিলিয়েন্স এগেইন্সট সাইবারবুলিং অ্যান্ড অনলাইন হার্মস' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ তৈরির মাধ্যমে  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারী তিন দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় মোট ছয়টি সেশনে বিশ্ববিদ্যালয়টির তিন শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। 

সাইবার জগতের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিস ক্যাফে’র সহযোগিতায় ইউএনডিপি বাংলাদেশের 'পার্টনারশিপস ফর এ মোর টলারেন্ট, ইনক্লসিভ বাংলাদেশ (পিটিআইবি) প্রকল্পের তত্ত্বাবধানে মানসিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান 'মনের বন্ধু' প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। সাইবারবুলিং এবং অনলাইনের অন্যান্য ক্ষতিকর প্রভাবের আঘাত সামলে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, নিজের মনের যত্ন এবং অন্যের প্রতি সহনশীল হওয়াসহ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। 

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব জনাব মো: সামসুল আরেফিন অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন। তিনি বলেন, 'এই উদ্যোগ শুধু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নয়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও গ্রহণ করা দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে এমন উদ্যোগগুলোই সহায়ক হবে।'

প্রশিক্ষণ কর্মশালা সরেজমিন পরিদর্শন শেষে বিসিসি'র মাননীয় নির্বাহী পরিচালক (গ্রেড-১), জনাব রণজিৎ কুমার বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শুধু শিক্ষার্থীদের জন্যই নয় অভিভাবকদের জন্যও প্রয়োজন। সবাই মিলেই আমরা আমাদের সাইবার জগতকে ভালো রাখতে পারি'। 

কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার হাসিনা মমতাজ, প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ জাবেদ সুলতান পিয়াস, মনের বন্ধু’র লিড মনোরোগ বিশেষজ্ঞ কাজি রুমানা হক প্রমুখ শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন। 

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. হেলাল বলেন, ‘মনে রাখতে হবে, “স্ট্রেঞ্জার ইজ আ ডেঞ্জার” । অনলাইনে আমরা বহু অপরিচিত মানুষের সামনে নিজেকে তুলে ধরি। তাই সাইবার দুনিয়ায় অচেনাদের নয়, বরং বন্ধুদের সহায়তায় নিজেকে ভালো রাখতে হবে।’

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশে গৃহীত উদ্যোগটি যৌথভাবে  ইউএনডিপি-ডিপিপিএ'র বৈশ্বিক উদ্যোগ 'ইন্টেগ্রেটিং মেন্টাল হেলথ্ অ্যান্ড সাইকোসোশ্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) ইন কনফ্লিক্ট প্রিভেনশন অ্যান্ড পিসবিল্ডিং' এর অংশ। এই কার্যক্রমে সহযোগিতা করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিস ক্যাফে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে), ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইউএন উইমেন।

উল্লেখ, এই উদ্যোগের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিটিআইবি প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) জনাব মো: আবু সাঈদ, ইউএনডিপির সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিষ্ট শীলা তাসনীম হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড, ইউএনডিপি'র প্রজেক্ট ম্যানেজার রবার্ট স্টোলম্যান, বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার নাদিম ফরহাদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের পক্ষে অন্তরা তাসনীম, মনের প্রধান নির্বাহী কর্মকতা তৌহিদা শিরোপাসহ পিস ক্যাফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। 

Tag
আরও খবর


ছাত্র সংসদ নির্বাচন কেন জরুরি?

২৬৭ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে


আমার দেখা কোটা আন্দোলন

২৭০ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে



আমাদের আত্মসম্মানবোধ

৩০৩ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে