প্রকাশের সময়: 23-02-2024 07:35:52 am
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সিলেট অঞ্চলের উপকেন্দ্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের মত এবারও পরীক্ষার্থী-অভিভাবকদের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে শাবিপ্রবি ছাত্রলীগ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সাহায্য করেছে শাবিপ্রবি ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ অন্যান্য নেতাকর্মী।
আয়োজকদের পক্ষে সজিবুর রহমান জানান, দুপুর ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুপেয় পানি, কলম, সিট খুঁজে বের করে দেয়া, মাস্ক বিতরণ, জয় বাংলা বাইক সার্ভিসসহ বিভিন্ন ধরনের সেবা দেয়ার জন্যেই শাবিপ্রবি ছাত্রলীগের এই আয়োজন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় প্রতিবারের ধারাবাহিকতায় এবারও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে শাবিপ্রবি ছাত্রলীগ। আগামী পরীক্ষাগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন এ, বি, সি এবং ই এসব ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী ১ হাজার ৪১৭ জন শিক্ষার্থী। আজ, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলমান ছিলো। সব ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
১৩০ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৩৪ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৯৬ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৯৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৪০১ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৪০৪ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪০৪ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৫৯ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে