আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামীলীগ সভাপতি দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দলের প্রথম মনোনয়ন ফরমটি দলীয় সভাপতি শেখ হাসিনা সংগ্রহ করেছেন।
এরপর থেকেই সারাদেশের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ফরম উত্তোলন শুরু করেন। আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ফরম উত্তোলন করতে নেতাকর্মীর ঢল দেখা যায়।
এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সহ-সম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- রাজিব আহম্মদ তালুকদার (পিয়াল)।
আজ সোমবার (২০নভেম্বর) তিনি মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে দেশচিত্র-কে বলেন, দীর্ঘদিন থেকে আমি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের জনগনের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছি।
যেহেতু আমার মা এই অঞ্চলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। সেহেতু আমার সাথে বাকেরগঞ্জ উপজেলাবাসির একটি গভীর আত্মার বন্ধন রয়েছে। দীর্ঘ বছর ধরে আমি তাদের যেকোন প্রয়োজনে নিরলসভাবে পাশে থাকার চেষ্টা করেছি। তাই বাকেরগঞ্জবাসী তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধু হিসেবে আমাকেই বেছে নেবে বলে আমি বিশ্বাস করি।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, বাকেরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত বরিশাল-৬ আসন। মহাজোটের সমীকরণে দীর্ঘদিন ধরে এই আসনটি শরিক দলকে ছেড়ে দিয়ে আসছে আওয়ামীলীগ। এ আসনে বর্তমানে রয়েছে জাতীয় পার্টির এমপি।
তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার এমপির বিরুদ্ধে অসন্তোষ জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ। এবার নিজ দলের প্রার্থী কে এমপি হিসেবে দেখতে চায় তারা।
মনোনয়ন বিষয়ে তিনি দেশচিত্র-কে আরো বলেন, সংগঠনের পজিটিভ ইমেজ অব্যাহত রাখতে সংগঠনের সাথে সক্রিয়ভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার পাশাপাশি বাকেরগঞ্জ বাসির সকল যৌক্তিক দাবির সাথে থেকে তাদের ভাগ্য উন্নয়নের লক্ষে সকল ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকায়, বিশ্ব মানবতার মা বিশ্ব নেতৃত্বের রোল মডেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি আমার শেষ আশ্রয়স্থল জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা পুনরায় সরকার গঠনের লক্ষে নিবেদিত যোদ্ধা হিসেবে আমাকে মনোনয়ন দিয়ে বাকেরগঞ্জ বাসির দীর্ঘদিনের চাওয়া পাওয়ায় রূপান্তরিত করে, তাদের সেবা এবং নেত্রীর হাতকে শক্তিশালী করার সুযোগ করে দিবেন বলে আমি বিশ্বাস করি।
৪৯৮ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬৬৯ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে