কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করতে বাঁধা দেয়া এবং কেন্দ্রে সুষ্ঠু ভাবে পরীক্ষা নেওয়ার কারণে শিক্ষকদের উপর হামলা করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৯ মে) বেলা ১.১০মি এই ঘটনাটি ঘটে। জানা যায়, পরীক্ষা শেষে কয়েকজন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ও বহিরাগত কিছু ছেলে মিলে পরীক্ষার উত্তরপত্র ছিনিয়ে নেবার চেষ্টা করে। বাহির থেকে কোন প্রকার নকল সরবাহ করতে না পারায় কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল পরীক্ষার্থী পরীক্ষা শেষে বিভিন্ন প্রকার ঝামেলা শুরু করে। তাদের সাথে বহিরাগত কিছু লোকজন এসে পরীক্ষা হলের বাহিরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গ্লাস ভাংচুর করে।
বিকাল ৩ টার দিকে খাতা নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাটিচার্জ করে। এতে ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন, সজিব হোসেন ( ২১) তাজুল ইসলাম (১৫) মোহাম্মদ আলী (৩৮) উদয় (১৭)ফাহাদ (১৭) মোঃ ফারুক (২১)। বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মোঃ মেধাদ উদ্দিন বলেন, সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে।
পরীক্ষা শেষে বহিরাগত কিছু লোকজন পরীক্ষা হলের বাহিরে বিভিন্ন ভাঙচুর শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জনাব জামাল নাছের বলেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ অংক পরীক্ষা শেষে কিছু শিক্ষার্থী কেন্দ্রে ভাঙচুর ও কিছু শিক্ষকের উপর হামলা করে। আমার আদেশ ক্রমে এই স্কুলের শিক্ষার্থীদের আসন নিকটবর্তী শাহেরবানু স্কুল এন্ড কলেজে স্থানান্তর করা হলো।
৫৩৬ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৩৯ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬১০ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৬৭১ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৮৩ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৬৮৭ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৯৩ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬৯৫ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে