বেলাব থানা এলাকার চাঞ্চল্যকর চুরির ঘটনায় আসামীদের গ্রেফতার করে অদ্য ১ ডিসেম্বর বৃহস্পতিবার প্রেস বিফিং দিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
বেলাব থানার চাঞ্চল্যকর এই চুরির মামলা নং-০৩, তারিখ-১১/১১/২২ খ্রিঃ, ধারা-৪৬১/৩৮০/৩৮১ পেনাল কোড।
এসআই মোঃ জিহাদুল হক, এসআই শফিকুল আলম, এএসআই, মোঃ মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ গাজীপুর মেট্রোপলিটন এর গাছা থানা এলাকায় দক্ষিন খাইলকুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া সূত্রে বর্ণিত মামলার লুন্ঠিত মালামালের মধ্য হইতে ১। একটি পুরাতন জোকি সেলাইমেশিন, ২। একটি জিএমসি ওভার লক মেশিন, ৩। ঈগল সম্রাট কোম্পানির জুতা-১০ (দশ) জোড়া, ৪। মেয়েদের টাইস-২৮ টি, ৫। শাড়ী-০৯ পিস, ৬। পাঞ্জাবী-১৫ পিস, ৭। থ্রি পিছ-১৩ টি, ৮। বোরখা-১৩ পিছ, ৯। বাচ্চাদের জামা-২৫ পিছ, ১০। ওড়না-২৩ পিছ, ১১। জিন্সের প্যান্ট-১২ পিছ, ১২। টি-শাট-৪২ পিছ, ১৩। পলো শাট-০৯ টি, ১৪। শাট-০৭টি এবং নগদ ৬০০০/-(ছয় হাজার) টাকা সহ উদ্ধারকৃত লুন্ঠিত মালামালের মোট মূল্য অনুমান ২,৮৭,১০০/-(দুই লক্ষ সাতাশি হাজার একশত) টাকা উদ্ধার করে।
চুরির ঘটনায় বর্ণিত মামলার এজাহার নামীয় আসামী মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামান (৪৫), পিতা-মোঃ শামসুর রহমান, সাং-হাড়িভাঙ্গা, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এপি-দক্ষিন খাইলকুর বাহার মার্কেট, থানা-গাছা, জিএমপি, গাজীপুরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী ইং ২৪/১০/২২ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকায় বেলাব থানাধীন বারৈচা জনতা সুপার মার্কেটের ২য় তলায় বাদী কেএম সানা উল্লাহ এর র্পূন ফ্যাশন গ্যালারী, জারীফ ফ্যাশন হতে ৫০.০০০/-(পঞ্চাশ হাজার) টাকাসহ মোট ১২,৩৯,০০০/- টাকা মূল্য মানের মালামাল উক্ত দোকানের কমচারী বর্ণিত মামলার এজাহার নামীয় আসামী মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামানচুরি করে নিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে প্রেফ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
৬৭৫ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৮৬ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬৯১ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭৬১ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে
৮৫২ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৮৮০ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৯০৪ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে