বগুড়ায় ব্যবসায়ীর উপর হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামিকে আটক করেছে র্যাব।
১০ অক্টোবর (মঙ্গলবার) ভোরে সদর এলাকা থেকে মানিকচক এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে মেহেদি হাসান শাওন (৪১) কে আটক করা হয়।
এর আগেও আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ৯ টি মামলা রয়েছে বলে মঙ্গলবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত ওই ব্যবসায়ীর বাবা মামলা দায়ের করার পর র্যাবের টিম আসামিকে ধরতে অভিযানে নামলে মঙ্গলবার ভোর ৬ টায় আসামি শাওনকে বগুড়া সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁর নামে মোট ৯ টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা ৪টি, মাদক মামলা ২টি, হত্যা চেষ্টা মামলা ২টি এবং ১টি চুরির মামলা চলমান রয়েছে।
অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-১২ বগুড়া'র কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর শাওন সহ তার দলবল বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি দক্ষিণপাড়ার মুরগি ব্যবসায়ী সেলিমের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সেলিম কুটুরবাড়ি দক্ষিণপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে। ওই দিন রাত সাড়ে ১০টায় সেলিমের উপর পরিকল্পিতভাবে হামলা চালায় তারা। এতে সেলিম গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সেলিমের বাবা বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় শাওন সহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়।
৩৪০ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৭৬ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৮০ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৩৮১ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৪১২ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে
৪২৮ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
৪৩৩ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪৩৫ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে