বগুড়ায় নাশকতা মামলার দুই আসামিকে আটক করেছে র্যাব।
শনিবার দিবাগত রাত ১২ টায় জেলার বিভিন্ন এলাকা থেকে গাবতলি উপজেলার বেড়েরঘোন এলাকার আ.ক.ম গোলাম কবির ওরফে লেভু মাস্টারের ছেলে আলপনা কবির ওরফে বড় বাবু(৩৮) এবং শাজাহানপুর মাঝিড়া বার্নিঘাট এলাকার হাছেন সরকারের ছেলে মোশাররফ হোসেন (৪০) কে আটক করা হয়।
এর মধ্যে আলপনা কবিরের নামে বগুড়া সদর থানায় এবং মোশাররফ হোসেনের নামে শাজাহানপুর থানায় নাশকতার মামলা ছিলো।
এর আগে, বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ১ ও ২ নভেম্বর, ২০২৩ তারিখ অবরোধ পালনকালে ওই আসামীদ্বয় সহ অন্যান্য আসামীরা বগুড়া সদর থানাধীন মাটিডালী ও বনানী বাইপাস রাস্তায় অবস্থান করে পূর্ব পরিকল্পিতভাবে অর্ন্তঘাতী কার্য সম্পাদনের উদ্দেশ্যে অবরোধ সমর্থনে মিছিল, পিকেটিংসহ অটোরিক্সা ভাংচুর এবং হাতে লাঠি-সোটা, লোহার রড বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার নিমিত্তে ইট, পাটকেল নিক্ষেপ করে রাষ্ট্র বিরোধী নাশকতা সৃষ্টি করে। তারা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে অর্ন্তঘাত মূলক কার্যসম্পাদন সহ সরকারী কাজে বাধা প্রদান করে মর্মে প্রাথমিকভাবে প্রকাশ পায়। এই ঘটনা সংক্রান্তে বগুড়া জেলার সদর থানা ও শাজাহানপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়।
রোববার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাশকতার উদ্দ্যেশ্যে ওই দুই আসামি জেলার বিভিন্ন এলাকায় অবস্থানকালে র্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।