বগুড়া সদর থানাধীন নওদাপাড়া এলাকায় টিএমএস সিএনজি রিফিলিংস্টেশনের সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-১২।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর (শনিবার) রাত ১২.৫৫ ঘটিকায় র্যাব বগুড়ার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে লালমনিরহাটের গোকুন্ডা এলাকার অমিজ উদ্দিনের ছেলে আসামী মোঃ নুর জামান (২৭)কে আটক করে। এসময় তার কাছে থাকা ৬.৯ কেজি গাঁজা, ১টি মোবাইল এবং ১টি সীম ও নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম হতে ঢাকাগামী ০১ টি NOBIR পরিবহনে যাত্রিবাহী বাসযোগে আরোহী সেজে মাদকদ্রব্য গাঁজা বহনকারীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, র্যাবের এ ধরনের মাদক ব্যবসায়ী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।