বগুড়ায় চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সক্রিয় ০৪ সদস্যকে আটক করেছে র্যাব।
২৫ ডিসেম্বর (সোমবার) দুপচাঁচিয়ার চৌমহনী এলাকা থেকে একই উপজেলার বানিয়াদিঘী এলাকার নবাব আলীর ছেলে সোহেল প্রাং (২৪) ও তার ভাই রবিউল প্রাং(২৫), একই এলাকার আব্দুর রশিদের ছেলে ইউসুফ আলী (২৩) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোপালপুরের মৃত আব্দুর ফকিরের ছেলে মনোয়ার হোসেন ওরফে বাদল (২৩) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বৈদ্যুতিক মিটার ও চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করে বলা হয়, গত শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় দুপচাঁচিয়ার বানিয়াদিঘী এলাকার রফিকুল ইসলামের কাছে ফোন দিয়ে আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে পুকুরের মাছ মেরে ফেলা ও বৈদ্যুতিক মিটার চুরির হুমকী দেওয়ার পর ভুক্তভোগী রফিকুল ইসলাম দুপচাঁচিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পাওয়ার পর এই চক্রকে ধরতে র্যাবের একটি চৌকশ টিম অভিযানে নামে এবং সোমবার দুপচাঁচিয়ার চৌমহনী এলাকা থেকে ওই চারজনকে আটক করে র্যাব। আটককালে তাদের কাছ থেকে ১ টি বৈদ্যুতিক মিটার, বৈদ্যুতিক মিটার চুরির কাজে ব্যবহৃত ব্লেড, ব্লেড মেশিন, লোহার রড, স্ক্রু ড্রাইভার, স্লাইরেঞ্জ, প্লাস, পুকুরের মাছ মেরে ফেলার নিমিত্তে কীটনাশকের বোতল এবং ০৫টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়া'র কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার ওই চারজন দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট লিখে টাকা দাবি করতো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। দুপচাঁচিয়া, সোনাতলা ও আদমদীঘি উপজেলায় তারা এ ধরনের চুরি করতো এবং কোনো প্রমাণ রাখতো না। সোমবার গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেন র্যাবের এই কর্মকর্তা।
৩৪০ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৭৬ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৮০ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৩৮১ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৪১২ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে
৪২৮ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
৪৩৩ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪৩৫ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে