সাতক্ষীরার দেবহাটায় ডাকাতির প্রস্তুতিকালে কাটা রাইফেল, গুলি, রামদা ও রাউডিসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর) রাতে দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ডাকাত দলের সদস্য হলো, উপজেলার নোড়ারচক গ্রামের ওমর আলী গাজীর ছেলে শরিফুল ইসলাম গাজী (৩৫), মৃত. আবু বক্কর গাজীর ছেলে কামরুল গাজী (৫০), কালীগঞ্জ উপজেলার ভাঙ্গানমারি গ্রামের মৃত আনছার আলী সরদারের ছেলে মুরশিদ আলী সরদার (৫০)।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি কাটারাইফেল, ৭ রাউন্ড গুলি, ২টি রামদাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ডাকাতদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে।
১২১ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
৮৭৯ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে