কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর চিংড়ি ঘের থেকে নাছির উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যার সময় খান বীচ নামক এলাকায় তিন রাস্তার মাথাস্থ চিংড়ি ঘের এলাকা দিয়ে চলাচলের সময় লাশটি পথচারীদের চোখে পড়ে। এ সংবাদ ঈদগাঁও থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ চাকমা বলেন, চিংড়ি ঘের থেকে নাছির উদ্দীনের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি রামু উপজেলার গর্জনিয়া এলাকায়। স্থায়ীভাবে জানা গেছে, তিনি মৃগী রোগী ছিলেন। যার কারণে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, সাবেক মেম্বার সৈয়দ নূরের বাড়িতে তিনি দীর্ঘ বছর ধরে কাজ করে আসছেন। পরিবারের দাবির প্রেক্ষিতে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়
১৫৯ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৬০ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৮০ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৮৪ দিন ৩ মিনিট আগে
২০৩ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে
২০৮ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
২১১ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
২১২ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে