লালমনিরহাটের হাতীবান্ধায় ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১৩।
গতকাল মঙ্গলবার (০২ জুলাই) রাতে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল তাদের আটক করে।
র্যাব জানায় ওই উপজেলার পটিকাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত পারুলিয়া স্কুল এন্ড কলেজের উত্তর পাশে হাতীবান্ধা-ভোটমারী পাঁকা রাস্তার উপর তল্লাশী করে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেন । আটককৃতরা হলেন, সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামের আব্দুল আজিজের পুত্র আনিছুর রহমান (২৪), পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের মহসিন আলীর পুত্র আলী আকবর (১৮)।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত জানান, আটককৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করেন এবং আসামীদের রাতেই হাতীবান্ধা থানায় হস্তান্তর করেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে আসামীদের জেলহাজতে প্রেরন করা হয়েছে।
৫৪ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে
১৩৬ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫৬ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৬৮ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে
১৭০ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে
১৭১ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৮০ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৯১ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে