লালমনিরহাটের হাতীবান্ধায় পাওনা টাকা আদায়ে লিগ্যাল নোটিশ দিলেন ব্যবসায়ী।
গত ১৭ সেপ্টেম্বর টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ প্রেরন করেন রংপুর জজ কোর্টের এডভোকেট জাকির হোসেন।
নোটিশ সূত্রে জানা যায়, পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুল জলিলের পুত্র আতিকুল আরিফের কাছে একটি চেকের বিনিময়ে বিভিন্ন সময় ২৫ লক্ষ টাকার পাথর ক্রয় করেন সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র আসাদুল ইসলাম শিপন। কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা পরিশোধে টালবাহানা করেন তিনি। এর আগেও একাধিকবার সেই টাকা পরিশোধের সময় নিলেও তিনি সেই টাকা পরিশোধ করেননি। তাই তিনি পাওনা টাকা আদায়ে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরন করেন অভিযুক্ত শিপনকে। নোটিশে আরও উল্লেখ আছে যে, নোটিশ প্রেরনের এক মাসের মধ্যেই সেই টাকা পরিশোধ করতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত শিপনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
তবে রংপুর জজ আদালতের অ্যাডভোকেট জাকির হোসেন জানান, বার বার তাগাদা দেয়ার পরেও তিনি আমার মক্কেলের টাকা পরিশোধ করেননি তাই এ নোটিশ দেয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫৪ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে
১৩৬ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫৬ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৬৮ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে
১৭০ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে
১৭১ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৮০ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৯১ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে