কয়লা সংকটে ২০দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আজ বিকাল ৪টা ৫মিনিটে আবার চালু হলো। তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। আপাতত দুটি ইউনিটের একটি চালু করা হলো। অপরটি চালু করতে আরো কয়েকদিন সময় লাগবে।
রেজওয়ান ইকবাল জানান, এর আগে সকালে বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার স্টার্ট আপ করা হয়েছে। যেকারণে সকার থেকেই চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। টারবাইনে কয়লা লোড দেয়া শেষ হযেছে বিকার ৪টা নাগাদ। বিকাল চারটা ৫মিনিটের সময় একটি ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে যা সরাসরি যুক্ত হবে জাতীয় গ্রীডে।
তিনি জানান, এরআগে ইন্দোনেশিয়া থেকে ৪১হাজার ২০৭ হাজার মেট্টিকটন কয়লাবাহী হাজার অ্যাথেনা গত বৃহস্পতিবার রাতে পায়রা সমুদ্র বন্দরে নোঙ্গর করে। পরের দিন শুক্রবার বিকাল তিনটা থেকে লাইটার জাহাজের মাধ্যমে অ্যাথেনা মাদার ভেসেল থেকে কয়লা আনা হয় তাপ বিদ্যু কেন্দ্রে মূল জেটিতে। এরপর শনিবার দিবাগত রাত আড়ায় মাদার ভেসেল অ্যাথেনা সরাসরি তাপবিদ্যু কেন্দ্রের মূলজেটিতে ভিড়ে। আধাঘন্টা পর রাত ৩টা থেকে সরাসরি কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। বিরতিহীনভাবে সেই কয়লা খালাস কার্যক্রম চলছিল।
তিনি জানান, আমরা গতরাত থেকেই বিদ্যুৎ উৎপাদনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলাম। যারফলে নির্দিষ্ট সময়েই বিকাল চারটা ৫মিনিটে আমরা বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পেরেছি।
প্রসঙ্গত, ডলার সংকটের কারণে বকেয়া পরিশোধ করতে পারায় দেখা দেয় কয়লা সংকট। যার ফলে গত ২৫ মে পায়রা ১৩২০ মেঘাওয়টের একটি ইউনিট বন্দ হয়ে যায়। বাকী মজুদকৃত কয়লা দিয়ে অপর ইউনিটটি কিছুদিন চালানোর পর ৫জুন সেটিও বন্ধ হয়ে যায়। দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্ধোধনের ৩বছরের মাথায় কয়লা সংকটের কারণে বন্ধ হলে গোটা দেশে আলোচনা সমালোচনার পাশাপাশি লোডশেডিংয়েও প্রভাব পরে।
১৮৯ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৬০৮ দিন ১৩ মিনিট আগে
৬৩৫ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
৬৩৮ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬৪৫ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৪৬ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে