মহাসড়কে পিচের বদলে ইটের সলিং
জোড়াতালির কাজ করতে গিয়ে পিচের বদলে দেওয়া হয়েছে ইটের সলিং। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। গাড়ি চলে হেলেদুলে। ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী এলাকার সড়কটির চিত্র এমন।
একই অবস্থা কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনের অংশে। এই মহাসড়কের কয়েক কিলোমিটার খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরা। এসব সড়কে সৃষ্ট গর্তগুলো বন্ধ করা হয়েছে ইটের সলিং দিয়ে। বৃষ্টি হলেই ভেজা ইটের সলিং গাড়ির চাকায় লেগে গিয়ে ইটের আদলা ও খোয়া ছড়িয়ে ছিটিয়ে পড়ে পুরো সড়কে।
খানাখন্দ ও ইটের আদলা, খোয়াভর্তি এসব সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। অন্যদিকে এসব সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনেরও যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হচ্ছে। সড়কটিতে উন্নয়নকাজ করা হলেও দুর্ভোগের লাগাম টানতে পারেনি সড়ক বিভাগ।