ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুলকে ফুলের শুভেচ্ছা জানালেন সিনিয়র যুগ্ন আহবায়ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ । শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টায় যশোর রোডোস্থ কালিগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের প্রধান ফটকের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বহনকারী গাড়ি এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন হামিদুল ইসলাম হামিদ, জানাগেছে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সম্মেলনে যোগ দিতে সড়ক পথে যশোর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন । পথিমধ্যে মোবারকগঞ্জ সুগার মিলের প্রধান ফটকের সামনে সাময়িক যাত্রাবিরতীকালে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম
আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ তাকে ফুলের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন ।
এ সময় বিএনপি নেতা হামিদুল ইসলামের সাথে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ , গোলামা রব্বানী , উপজেলা যুব দলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন , পৌর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, পৌর যুব দলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, যুগ্ম আহ্বায়ক শাহিন লষ্কর , উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিন মোল্লা , পৌর কৃষক দলের আহ্বায়ক ক্বারী ফুরকান আলীসহ আরও অনেক নেতাকর্মী
উপস্থিত ছিলেন ।