গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার বিচারসহ বিভিন্ন দাবিতে গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, থানা বিএনপির সহ-সভাপতি রফিজুল ইসলাম দর্জি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, থানা বিএনপির সহ-সভাপতি মো. মোর্শেদ আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু এর নেতৃত্বে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার হতে হাজার হাজার নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হন। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন শাওন, দপ্তর সম্পাদক এডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব, পৌর বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম কাজল প্রমূখ।
এদিকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমঞ্চয়ক রানা সরকার, রিহাম হোসাইন, রিয়াদ চৌধুরী, মাহফুজ আহমেদ ও শারমিন আক্তার এর নেতৃত্বে কালীগঞ্জ সরকালী শ্রমিক কলেজ হতে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হন। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমঞ্চয়ক কামরুল হাসান, নাদিমুল ইসলাম ভূইয়া, হাসিবুল হাসান, আবির আহমেদ, শ্যাম ধর, রিফাত, ফয়সাল দেওয়ান, সানজিদ দেওয়ান, শরীফুল ইসলাম, রাশিদুল ইসলাম, রাহাত হোসেন গ্রমূখ ।
২২৯ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৬৩ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৪৪২ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৬০৯ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬১০ দিন ৪ মিনিট আগে
৬৯৮ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে