কুষ্টিয়ার খোকসায় নানান আয়োজনে দেশের সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ থেকে আনন্দ র্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যেয়ে শেষ হয়। র্যালিতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীঅংশ নেয়।পরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিনভর নানান কর্মসূচি আয়োজন করা হয়।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ইসলাম বাবলু,বীর মুক্তিযোদ্ধা ও খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজা, পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন হৃদয়সহ হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৬৪৮ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে