লাখাইয়ে সুজন সভাপতি ও স্বনামধন্য চিকিৎসক ঝন্টু লাল দাশের প্রয়ান,বিভিন্ন মহলের শোক প্রকাশ।
লাখাইয়ের স্থানীয় বুল্লাবাজার এর স্বনামধন্য চিকিৎসক ও সুশাসনের জন্য নাগরিক - সুজন লাখাই উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ ঝন্টু লাল দাশ আর আমাদের মাঝে নেই, তিনি না ফেরার দেশে চলে গেছেন। মঙ্গলবার (২ মে) বিকেলে ৫ ঘটিকায় বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগ ভোগে হবিগঞ্জ কালি বাড়ি ক্রস রোডের বাসায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রেখে যান। তাঁর মৃত্যু সংবাদ তার গ্রামের বাড়ি উপজেলার ভবানীপুর সহ ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাঁকে এক নজর দেখতে ও শ্রদ্ধা নিবেদন করতে তাঁর হবিগঞ্জের বাসায় ভিড় জমায়।ডাঃ ঝন্টু লাল দাশের মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন।প্রদত্ত শোকবার্তায় তারা তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা হলেন সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,লাখাই প্রেসক্লাবের পক্ষে সভাপতি এডভোকেট আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক আশীষ দাসগুপ্ত, বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষে সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই রিপোর্টাস ইউনিটির পক্ষে সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক আতাউর রহমান ইমরান, ৬ নং বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ সাংবাদিক এম,এ,ওয়াহেদ, উপজেলা সাহিত্যপরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন,কবি ও সাংবাদিক এম ইয়াকুব হাসান অন্তর, বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলাম সাফি, সাংবাদিক আলী আহমেদ, বুল্লাবাজার ব্যকস এর পক্ষে সভাপতি আশিক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষে সভাপতি মহসীন সাদেক।
২৮ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৯ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
৬১ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৬৮ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৭২ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭৫ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৭৫ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
১২২ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে