ঈদের পর হঠাৎ বেড়ে যায় সব ধরনের সবজির দাম। তখন থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। দুই-একটি সবজির দাম আগের চেয়ে কিছুটা কমলেও বেশির ভাগেরই দাম কমেনি। এতে করে সবজির বাজারে এসে প্রতিটি ক্রেতাকে বাড়তি দামের জন্য হোঁচট খেতে হচ্ছে। বিক্রেতারা বলছেন- নতুন সবজি উঠলে দাম কিছুটা কমবে।
শুক্রবার হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বিভিন্ন বাজার তথা স্থানীয় বুল্লাবাজার ঘুরে যে তথ্য পাওয়া গেছে তা অনুযায়ী বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, পটল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায়, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, মূলা প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, কাঁকড়ল প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাড়তি দামের বিষয়ে এক সবজি বিক্রেতা বলেন, কিছুদিন আগে করলা, বরবটি, ঢেঁড়স, বরবটি ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। সেই তুলনায় এগুলোর দাম কিছুটা কমেছে। মূলত শীতের সময় সবজির দাম কম থাকে, অন্য সময় একটু বেশি থাকে। তবে এবার একটু বেশি বাড়তি দাম যাচ্ছে সবজির।
২৮ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৯ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
৬১ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৬৮ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৭২ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭৫ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৭৫ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
১২২ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে