দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের জি এম বাজার সমাজকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মাও. মো: হাসনাইন এবং সেক্রেটারি মো: আল ইমরান মনোনীত হয়েছেন।
গতকাল ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সংগঠনটির কার্যালয়ে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
সংগঠনের অন্যতম উপদেষ্টা জনাব মো: রহমতুল্লাহ সেলিম বলেন, এটি একটি সামাজিক সংগঠন। মানব সেবা ও অসহায় মানুষদের সহযোগিতাসহ মানব কল্যাণে এই সংগঠন বলিষ্ঠ ভুমিকা রাখবে আগামীদিনে। সমাজের অন্যায়, অবিচার,জুলুম,নির্যাতন রোধে এবং একটি আদর্শ সমাজ গঠনে সংগঠন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এজন্য তিনি এলাকাবাসীর সার্বিক পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন।
এ সময় উপদেষ্টাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মা: তাজুল ইসলাম, মা:আব্দুল কাইয়ুম, মা: মোহাম্মদ উল্ল্যাহসহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ।
৯৬ দিন ২০ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৪৫ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে