মুন্সি শাহাব উদ্দীন, বিশেষ প্রতিনিধি।
চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে মহাসড়কে পল্লী বিদুৎ অফিসের সামনে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২ টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম শাহিনুল ইসলাম শোয়াইব। তার বাড়ী আধুনগর ব্যাপারী পাড়ায় তার পিতার নাম নাজিম উদ্দীন। শোয়াইব এর বন্ধু মোটর সাইকেল চালক মোহাম্মদ তারেক মারাত্মক আহত হয়ে ডাক্তারের চিকিৎসাধীন রয়েছে। তার বাড়ী গারাঙ্গিয়া আলুরঘাট এলাকায় বলে জানা যায়। প্রত্যেক্ষদর্শীর ভাষ্যমতে, মোটর সাইকেলটি একটি সি এন জি গাড়ীকে ওভারটেক করে, আর মোটর সাইকেলের গতি বেশী থাকার কারণে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। তাৎক্ষণিক মোটর সাইকেল চালক তারেক ও মোহাম্মদ শোয়াইব মহাসড়কে ছিটকে পড়ে। আর পিছন দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় মোহাম্মদ শোয়াইব। খবর পেয়ে ওসি লোহাগাড়া থানা ঘটনাস্থল পরিদর্শন করেন এনং ফায়ার সার্ভিসের টিম লাশ উদ্বার করেন। ট্রাকটি আটক করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে মোহাম্মদ শোয়াইব এর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে