টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আরো ৩ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর। সে ওই ব্যাটারিচালিত অটোরিকশার ড্রাইভার বলে জানাগেছে।
জানাযায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকার সময় ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল(টিআইবি) মধুপুর শাখার ইর্ন্টাণ ও ইয়েস সদস্যরা গোলাবাড়ি হতে সংগঠনের (এসিজি)'র কাজ শেষ করে মধুপুর ফেরার পথে গোলাবাড়ি ব্রিজের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয়। এবং এ সময় অটোর যাত্রী ইয়েস গ্রুপের ৩ সদস্য গরুতর হয়।
আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে অবস্থা গরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, উপজেলার রুহুল আমিন রনি (২০), পৌর স়ভার মালাউড়ি গ্রামের মেহেদী হাসান রনি(২০) ও সুমী আক্তার।
বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, দুপুরে টিআইবি'র ইয়েস সদস্যরা তাদের কাজ শেষ করে ফেরার পথে গোলাবাড়ি ব্রিজের কাছে আসলে মধুপুর থেকে ধনবাড়ির দিকে যাওয়া ট্রাকটি সামনে থেকে চাপ দিলে ঘটনাস্থলেই অটো চালক নিহত হয় এবং তিন জন গুরুতর আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৭ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
২৪ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
২৬ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে