পোরশায় বজ্রপাতে নিহত ১, আহত ২
মো নুরনবি হাসান
(নওগাঁ)প্রতিনিধি :
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দোয়ার পাল গ্রামে বজ্রপাতে আব্দুল জব্বার (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন একই গ্রামের মৃত কছিমদ্দীনের ছেলে আব্দুল করিম (৩৫) ও নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৪)।
সোমবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহুরা ওই গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে নিহত আব্দুল জব্বার ও আহত দুই যুবকসহ, আরো অনেকে পূর্ণভবা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে বাড়ি ফিরার পথে গোয়ালদহ নামক স্থানে পৌঁছালে বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।
এ সময় বজ্রপাতে আব্দুল জব্বার ঘটনাস্থলে মারা যান। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বজ্রপাতে একজনের মৃত্যু কথা নিশ্চিত করেছেন।
৩২৭ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৪৯ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৩৪ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে
৬৩৯ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে