পুঠিয়ায় বন্যা খাতুন (৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুটি হত্যা না আতœহত্যা এ নিয়ে চলেছে জল্পনাকল্পনা। উপজেলার জিউপাড়া ই্উনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধু বন্যা খাতুন ওই গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানাগেছে, নিহত গৃহবধু বন্যা খাতুন নিঃসন্তান ছিলেন। গত এক যুগ সময় ধরে নিঃসন্তান জীবন যাপন করছিলে তারা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কোন বিরোধ ছিলো না। গতকাল রবিবার একাই বন্যার বাড়িতে ছিলেন। এসময় তার স্বামী নাটোরের একটি বেসরকারী কোম্পানীতে নাইট গার্ডের চাকুরির সুবাদে সেখানে ছিলেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে এলাকাবাসী বন্যার লাশ তার ঘরের জানালার সাথে ঝুলতে দেখে। তাদের ধারনা দুস্কৃতিকারীরা বন্যাকে হত্যা করে তার লাশ গলায় দড়ির ফাঁস দিয়ে জানালায় ঝুলিয়ে রাখে। পরে এলাকাবাসী পুঠিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে বলে এ কর্মকর্তা জানান।