লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মু. নুরুল আমিন।
কলেজের ইংরেজি বিষয়ের সহকারি অধ্যাপক আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোওয়ারী কলেজ পরিদর্শক , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা । সম্মানীয় অতিথি মো. ইমরান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,রায়পুর,লক্ষ্মীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্টের ভাইস - চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সহ.অধ্যাপক সাইফুুল ইসলাম, শিশূকাননের প্রধান শিক্ষক সফিউল আলম টিপু, মানবিক বিভাগের চেয়ারম্যান ফারুক হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন , একাডেমিক কো- অর্ডিনেটর ইব্রাহিম রিজভী, সহ,অধ্যাপক নাসরিন সুলতানা, সহ: অধ্যাপক আ: মতিন, সহ: অধ্যাপক হামদে রাব্বি, সহ: অধ্যাপক আসাদুল্লাহ, সহ: অধ্যাপক জহির উদ্দিন , জ্যৈষ্ঠ প্রভাষক শেখ মাইনুদ্দিন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
২ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে
২৮ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
২৮ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে