নরসিংদীর শিবপুরে ঈদগাহের উন্নয়নে এক লাখ দশ হাজার টাকা অনুদান দিলেন ইউপি চেয়ারম্যান। উপজেলার বাঘাব ইউনিয়নের শ্রীফুলিয়া শাহী ঈদগাহ ময়দানের উন্নয়নের জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ সরকার।
শনিবার (১৭ জুন) সকালে এই অনুদান প্রদান করেন। এরপর তিনি শ্রীফুলিয়া শাহী ঈদগাহের মিম্বর নির্মাণ কাজের উদ্বোধন করেন। ঈদগাহের মিম্বর নির্রমাণের জন্য আরও এক গাড়ি ইট দিয়েছেন তিনি।
এসময় জাহিদ সরকার তার বক্তব্যে বলেন, জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ওদের সেবা করার জন্য। শ্রীফুলিয়া ঈদগাহের উন্নয়ন এলাকাবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী। এভাবেই জনগনের প্রতিটি দাবী পুরনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, বাঘাব ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া (হাজী দুলাল), সাবেক মেম্বার মোঃ আবু সিদ্দিক (আবুল), বিরাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি আব্দুর রব (খোকন), নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য মাসুদ মাহমুদ, মোঃ ফয়জুর রহমান মাস্টার, সরোয়ারদি, খালেক মাস্টার, বাঘাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।