বুধবার (১৫ মার্চ) নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কে এক ভয়াবহ সরক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ আহত হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে থেকে ছেড়ে আসা প্রাণ আরএফল গ্রুপের একটি কাভার্ডভ্যান ও ভৈরব থেকে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঢাকা সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এই মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকাবাসী জানান, ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যান ও বাসটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে।
পরে স্থানীয়রা সংঘর্ষে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বাস কাভার্ডভ্যান ও বাসের চালক কে আটক করে। হাইওয়ে পুলিশ জানায়, দুপুরের দিকে প্রান আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যান ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ আহত হয়েছে, এই ঘটনায় চালকদের আটক করা হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রাক্রিয়াধীন।
১৬৫ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
২১১ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
২২৩ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৪৫ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩৫৫ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪০৪ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
৪৭০ দিন ১৬ ঘন্টা ৭ মিনিট আগে
৪৭১ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে