মৌলভীবাজারের রাজনগরে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাক্সিন (এইচপিভি টিকা) ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগির।
ক্যাম্পেইনে বিদ্যালয়গামী পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি এবং বিদ্যালয় বহির্ভূত ১০ থেকে ১৪ বছরের সকল কিশোরীদের বিনামূল্যে এক ডোজ 'এইচপিভি' টিকা দেওয়া হবে।
এ উপলক্ষে বুধবার দুপুরে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে কো- অর্ডিনেশন সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ শাহরিয়ার মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) প্রবাল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাদেকুল আমিন ভূইয়া, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, কওমি মাদরাসা উন্নয়ন পরিষদের মাওলানা এনামুল হক, রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিছ আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের প্রাতিনিধি বুরহান উদ্দিন প্রমুখ।
সভায় জানানো হয়, জরায়ু মুখ ক্যান্সার বাংলাদেশের মহিলাদের ক্যান্সারজনিত মৃত্যুর ২য় সর্বোচ্চ কারণ। এ টিকার মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধযোগ্য। এই জরায়ু মুখ ক্যাসার থেকে বাঁচতে এই ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্যাম্পেইনে টিকা নেওয়ার জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার থাকা জরুরি।
এজন্য বিদ্যালয়গামী পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি এবং বিদ্যালয় বহির্ভূত ১০ থেকে ১৪ বছরের সকল কিশোরীদের অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয় সভায়। যাদের জন্ম নিবন্ধন অনলাইন করা নাই তারা দ্রুত অনলাইন করার জন্যে অনুরোধ করা হয়।
১৯ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫২ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬৭ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১০৯ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
১২০ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩৬ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪৪ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৫৮ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে