বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাবিপ্রবি শাখা কর্তৃক প্রকাশিত প্রথম সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন।
উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হামিদা আব্বাসী ও বর্তমান সভাপতি ও একুশের অশনি'র নির্বাহী সম্পাদক মো: আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ সহ কার্যনির্বাহীর অন্যান্যরা এবং সাধারণ সদস্যরা। অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জায়েদা শারমিন বলেন, ফেইসবুক ও অনলাইন জগতের আগ্রাসনে লেখালেখির এই ম্যাগাজিন প্রকাশের সংস্কৃতি ক্রমের কমে যাচ্ছে। এই কমে যাওয়া আমাদের জাতির জন্য দুঃসংবাদ। আমাদের বাঙালি ও বাংলা ভাষাকে সমুন্নত রাখতে এই ম্যাগাজিনের সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন দেয়ালিকা ছাপানো যায়। আশা করি এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে। শুভ হোক আপনাদের পথচলা!
সংগঠনের সাবেক সভাপতি হামিদা আব্বাসী বলেন, আমাদের সংগঠনের সদস্যরা কলামের মাধ্যমে সমাজ, দেশ ও জাতির পক্ষ হয়ে বিভিন্ন সমস্যা বিশ্লেষণ ও সমাধানের পন্থা অবলম্বনে উপায় বাতলে দিতে চেষ্টা করে। বিভিন্ন বিষয় নিয়ে লিখতে উৎসাহিত করার পাশাপাশি পরামর্শ, কর্মশালা করার মাধ্যমে নতুন লেখক তৈরি করার চেষ্টা করে।
৬৯৩ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
৭৪৩ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭৪৪ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭৪৪ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
৭৪৪ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে
৭৫৬ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৭৬৮ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে