নরসিংদীর শিবপুর উপজেলায় অনুষ্ঠিত হল আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা।
উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজীর, সাধারন সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও জনগনের জান মাল নিরাপত্তা বজায় রাখতে বক্তাগন বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জামাত বিএনপির সহ একটি মহল বিদেশি শক্তির মদদে এদেশে আবারও অরাজকতা কায়েম করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে তাই আমাদের আরও বেশী সজাগ থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জান্নাত বলেন, শিবপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা পেশাদারিত্বের সাথে কাজ করে যাব।
৬৬৪ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
৬৮২ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬৮২ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
৬৮৪ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
৬৮৯ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
৬৯০ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৯৬ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭৩৬ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে