অদ্য২৬ নভেম্বর শনিবার নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ সবুজ (৩০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে নরসিংদী থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত সবুজ ডেমরা থানায় উপ-পরিদর্শক (এস আই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ী নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামে। তার পিতার নাম সিরাজ মিয়া।
ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে নরসিংদীর শিবপুরে ঢাকা -সিলেট মহাসড়কের বড়ইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এস আই সবুজ মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন তখন বিপরীত দিক থেকে আসা একটি পিকাপ ভ্যানের সাথে মোটর বাইকের সংঘর্ষ ঘটে।
তখন আশে পাশে থাকা লোকজন আহত অবস্থায় সবুজ কে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে, তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পিকাপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকেই পালাতক। নিহত এস আই মোঃ সবুজের বাসাই শোকের মাতম চলছে।
৬৬৪ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
৬৮২ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৮২ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৮৪ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
৬৮৯ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
৬৯০ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৯৬ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭৩৬ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে