নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা আওয়ামিলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে শিবপুরে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
হাজারো সমর্থক ও জনতার অংশগ্রহনে বৃহস্পতিবার (৯মার্চ) বিকেল ৩ ঘটিকায় শিবপুর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় আয়োজন করা হয় এই মিছিল ও সমাবেশ এর। শিবপুর উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুনুর রশীদ খান এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উপজেলার হাজার হাজার আওয়ামীলীগ কর্মী, সমর্থক ও সাধারন জনগন অংশগ্রহণ করে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে।
বেলা ১২ টার পর থেকেই শিবপুর উপজেলা আওয়ামিলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের মিছিল নিয়ে জমায়েত থাকে। শুধু আওয়ামীলীগ নয় সাধারন জনগন সহ অংশগ্রহণ করে এই মিছিল ও সমাবেশে। বিকেল ৩ টায় মিছিলটি উপজেলা সদর থেকে শুরু করে সরক প্রদক্ষিন করে। পরে শিবপুর বাস স্ট্যান্ড এর যাত্রী ছাউনি তে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামিলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন। শিবপুর উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল তার বক্তব্যে বলেন, " শিবপুর উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান শিবপুরের জননন্দিত নেতা। তার উপর বর্বরোচিত হামলার বিচার চাই। হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে আজকে আমাদের এই শান্তিপূর্ণ আয়োজন"।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আফম মাহবুবুর হাসান মাহবুব তার বক্তব্যে বলেন", শিবপুর উপজেলার জননন্দিত চেয়ারম্যান হারুনুর রশীদ খানের উপর বর্বরোচিত হামলায় যারা জড়িত এদের জন নেত্রী শেখ হাসিনা ছাড় দিবেন না। শিবপুরের মাটিতেই ওদের বিচার হবে ইনশাআল্লাহ"।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়ির ড্রইংরুমে দুর্বৃত্তের গুলিতে মারাত্মক ভাবে আহত হন শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হারুনুর রশীদ খান। শিবপুর উপজেলার তৃণমূল পর্যায়ে একজন জনপ্রিয় ব্যাক্তিত্ব হারুনুর রশীদ খান।
৬৬৪ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
৬৮২ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬৮২ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৮৪ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
৬৮৯ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
৬৯০ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৯৬ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭৩৬ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে