বাজার নিয়ন্ত্রণে সরকারের বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক প্রথমবারের মতো পেঁয়াজ, আলু ও ডিমের দাম বেঁধে দিলেও তা কার্যকর হওয়ার কোনো চিত্র চোখে পড়েনি মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন বাজারগুলোতে । সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য।
গত শনিবার শ্রীনগর উপজেলা সংলগ্ন শ্রীনগর বাজারে সরেজমিন ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে নির্ধারিত প্রতি কেজি ৬৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়, ৩৬ টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, আর ১২ টাকার একটি ডিম বিক্রি হচ্ছে ১২.৩৩ থেকে ১৩.৫০ টাকার মধ্যে অর্থাৎ ত্রিশটি ডিম ৩৬০ টাকার বদলে বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৭৫ টাকায় । খোলা চিনি প্রতি কেজি ১২০ টাকা করে বিক্রির নির্দেশনা থাকলেও বিক্রি হচ্ছে হচ্ছে ১২৭ থেকে ১৩০ টাকায় । খোলা লাল চিনিও অধিক মূল্যে একেক দোকানে একেক দামে বিক্রি হচ্ছে ।
বেশিরভাগ দোকানি ও ব্যবসায়ীদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেঁধে দেওয়া এই দামের বিষয়ে তারা অবগত আছেন। কিন্তু আগের দামেই যেহেতু তাদের পণ্য কিনতে হচ্ছে, তাই তারা সরকার নির্ধারিত দামে তা বিক্রি করতে পারছেন না।
ক্রেতাদের বক্তব্য, এর আগেও কয়েক দফায় ভোজ্যতেল ও চিনির দাম বেঁধে দিয়েছিল সরকার, কিন্তু তা সিন্ডিকেট জনিত কারনে কার্যকর হয়নি । শিংপাড়া হতে আগত হাবিবুর রহমান জানান, কয়েকদিন আগেও শিংপাড়া বাজার হতে ৭৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে । তাই শ্রীনগর এসেছি, সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ কিনতে, কিন্তু এখানেও ৭০ টাকার নিচে কিনতে পারিনি । গাদিঘাটের বাসিন্দা রুহুল আমিন এসেছেন ডিম কিনতে, ৩০ টি ডিমের দাম হাঁকানো হচ্ছে ৩৭০ টাকা । তিনি হতাশাজনক কন্ঠে জানান, সরকার ডিমের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না ব্যাবসায়ীরা । মাছ মাংসের বাজারে আগুন, বাধ্য হয়ে বেশি দামেই কিনতে হচ্ছে, সংসারতো চালাতে হবে !
সিরাজদিখান উপজেলার কোলা এলাকা হতে আলু কিনতে এসেছেন দিপু মিয়া । কিন্তু আলুর দাম ৪৫ টাকা কেজি, শ্রীনগর প্লাজার সামনে ভ্রাম্যমান আলু বিক্রেতাকে সরকার নির্ধারিত দামের কথা জানাতেই উত্তেজিত হন বিক্রেতা । মানসুরা বেগমের স্বামী প্রবাসী, সন্তান নিয়ে বাজারে এসেছেন তিনি । তর্ক না করে, বেশি দামে পণ্য কিনে নিতে দেখা গেছে তাকে । তাছাড়া দোকানে দোকানে মূল্য তালিকার বোর্ড থাকলেও, অনেক ব্যাবসায়ী পণ্যের পাশে মূল্যের ঘর খালি রেখেছেন । তথ্য সূত্রে জানা যায়, সিরাজদিখান, লৌহজং, টঙ্গীবাড়ি ও গজারিয়ার বিভিন্ন বাজারগুলোতেও নিত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ।
এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে "নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা" শীর্ষক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাড়তে থাকা দামের লাগাম টানতে পেঁয়াজ, আলু ও ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য বেঁধে দেন। তাতে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয় ।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য কিনতে আগ্রহী নন ক্রেতাগণ । তাই, জনস্বার্থে অনতিবিলম্বে বাজারের মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ, এমনটাই প্রত্যাশা করছেন মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ।
৪৭ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৯৫ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০৩ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫৬ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৭৭ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩১০ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
৩২৫ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪০৮ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে