পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে পুলিশের অভিযান একশ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক।
গাইবান্ধার পলাশবাড়ীতে ১০০ (একশত) বোতল ফেন্সিডিলসহ সানোয়ার হোসেন (২৭) নামে যুবককে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
থানাসূত্রে জানা যায় গত ২৮/০৩/২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ঢাকা মহাসড়কের মহেশপুর এলাকার সোহেল মিয়ার চা-দোকানের সামনের মহাসড়কে ঠাকুরগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অফিসার ইন-চার্জ কে.এম.আজমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালায় পলাশবাড়ী থানা পুলিশ। এতে যাত্রী সানোয়ার হোসেনের পায়ের নিচে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১০০(একশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ এবং সানোয়ারকে আটক করে। তবে তিনি ফেন্সিডিলগুলো কার কাছ থেকে এনে কাকে দিতে যাচ্ছিলেন এব্যাপারে এখন পর্যন্ত তেমন কিছু জানা যায় নি।
খোঁজ খবর নিয়ে জানা যায় সানোয়ার হোসেনের পুরো নাম মীর মোঃ সানোয়ার হোসেন, বয়স ২৭ বছর। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার, বনোক গ্রাম এলাকার মীর মোঃ আঃ সালামের পুত্র।
পলাশবাড়ী থানার অফিসার ইন-চার্জ কে.এম.আজমিরুজ্জামান জানান, সানোয়ার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ফেন্সিডিলসহ আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে।
১২ ঘন্টা ১৭ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৪৭ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
২৮০ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৮৫ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
২৯১ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে