সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না বিদেশি ক্লাবে খেলার ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, বিদেশি ক্লাবে খেলার জন্য যে সাতজনকে নির্বাচন করা হয়েছে সেখানে তার নামও রয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে স্বপ্না তার এই ইচ্ছার কথা জানান। এর আগে ঢাকা থেকে একটি উড়োজাহাজে তিন ফুটবলার সিরাত জাহান স্বপ্না, স্বপ্না রানী ও সোহাগী কিসকু সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।
সিরাত জাহান স্বপ্না বলেন, ‘বিদেশি ক্লাবে খেলার জন্য মৌখিকভাবে সাতজনকে নির্বাচনের কথা বলা হয়েছে। এর মধ্যে আমার নামও রয়েছে। আমিও বিদেশি ক্লাবে খেলব।’
স্বপ্না এ সময় তার ফুটবল খেলা শুরুর সময়ের অভিজ্ঞতার কথা জানান। স্বপ্না বলেন, ‘যখন আমি প্রথম ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন এলাকার অনেকে বাধা সৃষ্টি করেছিল। আমাদের সমাজের পুরুষেরা চায় মেয়েরা একটু পিছিয়ে থাক। এখন আমার সাফল্যে তারাও আনন্দ প্রকাশ করছেন।’
বিমানবন্দরে অভ্যর্থনা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে সপ্না বলেন, ‘মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আমাকে এভাবে বরণ করে নেওয়া ভবিষ্যতে ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।
সাফজয়ী আরেক খেলোয়াড় ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী বলেন, ‘শিরোপা ঘরে আনতে পেরে আমরা গর্ববোধ করছি। দেশের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আরও ভালো কিছু করতে সবার সাপোর্ট চাই।
‘ফুটবল খেলার শুরুতে অনেক বাধা এসেছে। হাফ প্যান্ট পরে মেয়েরা ফুটবল খেলছে বলে মানুষ কটূক্তি করেছে। এতেও আমরা থেমে থাকিনি। স্কুল পর্যায়ে খেলার সময় স্যারেরা অনেক সাপোর্ট করেছেন। এখনও সবাই উৎসাহ দিচ্ছেন।’
আরেক ফুটবলার সোহাগী কিসকু বলেন, ‘সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পর গোটা দেশের মানুষ আমাদের চিনেছে। আমরা চাই গ্রামের নারী ফুটবলাররা যেন গ্রামে খেলার সুযোগ পায়।’
বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহম্মেদ আজাদ, রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, ভাইস-চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, স্বপ্নার প্রথম ফুটবল প্রশিক্ষক হারুন অর রশিদসহ রংপুর ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে বরণের পর ছাদখোলা জিপ গাড়িতে তিন সাফজয়ী নারী ফুটবলারকে রংপুর নেওয়া হয়। জিপে তারা রংপুর শহর প্রদক্ষিণ করেন।
২৭০ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৩১৬ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৬৪ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৮২ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬৭৯ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
৬৮৮ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৭০৩ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৯১৪ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে