সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ২০টি ভারতীয় মহিষ উদ্ধার।
সুনামগঞ্জ জেলার ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই এনামুল হক মিঠু, এসআই মোঃ সম্রাজ মিয়া, এসআই মুহাম্মদ আসলাম, এসআই মিহির চন্দ্র দাসসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২০টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) সন্ধ্যা সাড়ে ৬টায় দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার ইউনিয়নের অন্তর্গত উত্তর উস্তিঙ্গেরগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুল হকের বসতবাড়ির পিছনে এবং উত্তর পাশের বাঁশঝাড়ে এই অভিযান পরিচালনা করে ২০টি বিভিন্ন আকৃতির ভারতীয় মহিষ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিষ চোরাচালানের সাথে জড়িত ১। আব্দুল হক (৩৫), ২। আনোয়ার হোসেন (৩১), পিতা-দেলোয়ার, সাং-দক্ষিন কলাউড়া, ৩। অনন্ত মোহন দাস প্রকাশ কালা (৩৫), পিতা-অমূল্য মোহন দাস, সাং-দোয়ারগাঁও, সর্ব থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন আসামি পলিয়ে যায়। উদ্ধারকৃত ২০টি ভারতীয় মহিষের আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। পলাতক আসামিগণ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় মহিষ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
৩৭ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৮৭ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
১২৬ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৫৮ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৩৪ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫৫ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৪৮৪ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৫২২ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে